হে ব্রহ্মপুত্র নদ তুমি প্রতিবাদ কর
- অবিরুদ্ধ মাহমুদ ২৮-০৪-২০২৪

আজ পথ চলতে চলতে দেখলাম তোমাকে।
শুকনো-কটমটে পচা দুর্গন্ধময় বাগারের মত
তোমার মধ্যে পরে আছে, মরা গরু, পচা আবর্জনা আর পলিথিনের বিরাট এক স্তূপ।
এ কেমন পরি নতি হয়েছে তোমার??
হে ব্রহ্মপুত্র নদ তুমি প্রতিবাদ কর!
নাহলে তোমায় বাঁচতে দিবে না ঐ মানুষ নামক প্রাণী শুলি।
তুমি জেগে উঠ!
তীব্র প্রতিবাদ কর!
শুনেছি একদিন তুমি ছিলে যৌবন ভরা এক খরস্রোতা নদ।
পৃথিবীর দীর্ঘতর নদ গুলির একটি।
শিমায়াঙ- দাঙ হিমবাহ থেকে তোমার উৎপত্তি।
তুমি বয়ে চলেছ- চীনের তিব্বত, ভারত আর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়।
অথচ তুমি আজকে মৃতপ্রায়।
কত লঞ্চ স্টীমার চলে গেছে তোমার বুক চিরে।
কত উদারতায় ভরে দিয়েছ ফসলে ফসলে এই বাংলার মাঠে মাঠে।
কত জেলেদের অন্নের ভরসা ছিলে তুমি।
অথচ আজ তুমি মৃত্যুর কাছাকাছি।
তাই বলছি যে এখনো সময় আছে, তুমি প্রতিবাদ কর…
তীব্র প্রতিবাদ।
হে আমার প্রিয় ব্রহ্মপুত্র নদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।